বরিশালে ৩ শিক্ষা প্রতিষ্ঠানে সোনালী ব্যাংকের কম্পিউটার সামগ্রী প্রদান

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৩, ১৮:০৬

কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় বরিশালের মেহেন্দিগঞ্জ ও মুলাদী উপজেলার তিনটি শিক্ষ প্রতিষ্ঠানে কম্পিউার সামগ্রী প্রদান করেছে সোনালী ব্যাংক পিএলসি।

শনিবার বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে কম্পিউটার সামগ্রী হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সোনালী ব্যাংক পিএলসির সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।

সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজারস’ অফিস বরিশালের জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. নূরুন নবী, মেহেন্দিগঞ্জ উপজেলার ভংগা কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. ছাত্তার ও গৌরীপুর কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ এবং মুলাদী উপজেলার বাহাদুরপুর রহমানিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে একতা কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. মহসিন উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/০১অক্টোবর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :