জামালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৩, ১৮:১৬
অ- অ+

জামালপুরের মেলান্দহে আংগুরী (৫০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার নয়ানগর ইউনিয়নের ৫ নম্বর চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আংগুরী উপজেলার নয়ানগর ইউনিয়নের ৫ নম্বর চর এলাকার আমিজ উদ্দিনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে নিহতের স্বামী আমিজ উদ্দিন রবিবার দিবাগত রাতে নাটক দেখতে যাবে। এতে স্ত্রী আগুরী নিষেধ করেন। নিষেধ করার পরও নাটক দেখতে যান আমিজ উদ্দিন। রাত ৩টার দিকে নাটক দেখে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। খোঁজাঁখুজির একপর্যায়ে মাচায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। চিৎকারে আশেপাশের লোকজন এসে গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ সকালে এসে লাশ নামায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, নিহতের ছেলে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

(ঢাকা টাইমস/০২অক্টোবর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা