উন্নয়নের স্বার্থে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে ভারত: হাইকমিশনার

উন্নয়নের স্বার্থে ভারত অতীতের মতো সবসময় বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যেভাবে সমর্থন দিয়েছিলো, তেমনিভাবে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও সার্বিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে।
সোমবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ডিগ্রি কলেজে ভারতের অর্থায়নে নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রণয় কুমার ভার্মা আরও বলেন, এদেশে ভারতের অর্থায়নে ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৭৬টি নতুন ভবনের কাজ সমাপ্ত হয়েছে। বাংলাদেশ ভারতের শুধু প্রতিবেশী দেশ নয়, ভালো বন্ধু রাষ্ট্র। এ বন্ধুত্ব অটুট থাকবে।
শিক্ষার প্রসার, আর্থ-সামাজিক উন্নয়নসহ নানা ক্ষেত্রে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে সবসময় একযোগে কাজ করছে জানিয়ে হাইকমিশনার বলেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের দেশের পাশে থেকে সমর্থন দিয়ে গেছে। বাইশ বছর দেশে বিএনপি-জামায়াত জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে তা নির্মূল করেছেন। এখন হিন্দু-মুসলিম একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব কিবরিয়া মজুমদার, দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম প্রমুখ।
(ঢাকা টাইমস/০২অক্টোবর/প্রতিনিধি/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

৮ ডিসেম্বর হানাদারমুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া

রুমানা আলীর সম্পদ বেড়েছে ২৫ গুণ, সবুজের স্ত্রীর ৮ গুণ

কুমিল্লায় বাসে আগুন

শোকজের জবাব দিয়েছি, কমিটি সন্তুষ্ট কিনা পরে জানা যাবে: ব্যারিস্টার সুমন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়কে প্রাণ গেল ভ্যানচালকের

তাড়াশে রসুন চাষে স্বপ্ন দেখছেন কৃষক

আড়াই বছর পর মুক্তি পেলেন মুফতি আমির হামজা

ধামরাইয়ে বেপরোয়া গতির সেলফি পরিবহনের চাপায় নিহত ২

নোয়াখালী হানাদার মুক্ত দিবস আজ
