উন্নয়নের স্বার্থে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে ভারত: হাইকমিশনার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৩, ২২:০৪| আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ২২:২৭
অ- অ+

উন্নয়নের স্বার্থে ভারত অতীতের মতো সবসময় বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যেভাবে সমর্থন দিয়েছিলো, তেমনিভাবে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও সার্বিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে।

সোমবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ডিগ্রি কলেজে ভারতের অর্থায়নে নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রণয় কুমার ভার্মা আরও বলেন, এদেশে ভারতের অর্থায়নে ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৭৬টি নতুন ভবনের কাজ সমাপ্ত হয়েছে। বাংলাদেশ ভারতের শুধু প্রতিবেশী দেশ নয়, ভালো বন্ধু রাষ্ট্র। এ বন্ধুত্ব অটুট থাকবে।

শিক্ষার প্রসার, আর্থ-সামাজিক উন্নয়নসহ নানা ক্ষেত্রে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে সবসময় একযোগে কাজ করছে জানিয়ে হাইকমিশনার বলেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের দেশের পাশে থেকে সমর্থন দিয়ে গেছে। বাইশ বছর দেশে বিএনপি-জামায়াত জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে তা নির্মূল করেছেন। এখন হিন্দু-মুসলিম একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব কিবরিয়া মজুমদার, দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম প্রমুখ।

(ঢাকা টাইমস/০২অক্টোবর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়রের এপিএস গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের নামাজ আদায়
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা