সেপ্টেম্বরে ১৯২ কোটি ৪৭ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ: বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেপ্টেম্বর-২০২৩ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৯২ কোটি ৪৭ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে।
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৩১ কেজি ১৯ গ্রাম স্বর্ণ, ২৬ কেজি ৭০৬ গ্রাম রূপা, পাঁচ লাখ ৬৯ হাজার ৪৬৮ কসমেটিক্স সামগ্রী, ১৯ হাজার ৫৬ ইমিটেশন গহনা, ২৪ হাজার ৩১২টি শাড়ি, ১০ হাজার ৮০৬ থ্রিপিস/ শার্টপিস/ চাদর/কম্বল, এক হাজার ৭২০ ঘনফুট কাঠ, ছয় হাজার ৫৩৫ কেজি চা পাতা, এক লাখ ১৮ হাজার ৯১০ কেজি কয়লা, ১১টি কষ্টি পাথরের মূর্তি, তিনটি ট্রাক, পাঁচটি পিকআপ, ছয়টি প্রাইভেটকার, চারটি চাঁন্দের গাড়ি, ৩৫টি সিএনজি/ইজিবাইক এবং ৮৭টি মোটরসাইকেল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চারটি পিস্তল, বিভিন্ন প্রকার গান নয়টি, ম্যাগাজিন সাতটি এবং ২৬ রাউন্ড গুলি।
এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে আট লাখ ৬৯ হাজার ৫৫৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ৯৯১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩০ কেজি ৪১৫ গ্রাম হেরোইন, ১১ হাজার ৭০৬ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ৮৩৯ বোতল বিদেশি মদ, ৬৪১ লিটার বাংলা মদ, পাঁচ হাজার ৭১৯ ক্যান বিয়ার, এক হাজার ২১২ কেজি গাঁজা, চার লাখ ৫৩ হাজার ১০৬ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩৫ হাজার ৬৭৮টি নেশাজাতীয় ইনজেকশন, চার হাজার ১০৭টি ইস্কাফ সিরাপ, তিন কেজি ৮ গ্রাম কোকেন, দুই হাজার ৭৪৪ বোতল এমকেডিল/কফিডিল, দুই হাজার ৮০২টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১৪ লাখ ৩৩ হাজার ১০৬ পিস বিভিন্ন প্রকার ওষুধ এবং এক হাজার ৪৪৮টি অন্যান্য ট্যাবলেট।
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৫৬ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৯ জন বাংলাদেশি নাগরিক, চারজন ভারতীয় নাগরিক এবং ১৩১ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
(ঢাকা টাইমস/০৩অক্টোবর/এসএ)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

শাহবাগে যাত্রীবাহী বাসে আগুন

রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ নারী

বাংলাদেশের ওপর যেকোনো পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া: রুশ রাষ্ট্রদূত

বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধির লক্ষ্যেই শ্রম অধিকার অত্যাবশ্যক: পিটার হাস

মতিঝিলে যাত্রীবাহী বাসে আগুন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ‘হস্তক্ষেপ: পিটার হাসকে নিয়ে রাশিয়ার অভিযোগে যা বলল যুক্তরাষ্ট্র

আজ সারাদিনই থাকবে বৃষ্টি, চলতি মাসেই শৈত্যপ্রবাহ

বৃষ্টিতেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

১৭ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা
