বদলগাছীতে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু-পেঁয়াজ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ২১:২৮
অ- অ+

সরকারের বেঁধে দেয়া দামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নওগাঁর বদলগাছী উপজেলার সকল হাট বাজারে আলু ও পেঁয়াজ বেশি দামে বিক্রি করা হচ্ছে। সাধারণ ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম নিচ্ছেন।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় আলু পাইকারীতে ২৬ থেকে ২৭ টাকা, খুচরা বিক্রি ৩৫ থেকে ৩৬ টাকা, পেঁয়াজ পাইকারীতে ৫৩ থেকে ৫৪ টাকা, খুচরা বিক্রি ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করে দিয়েছে এবং ডিম পাইকারিতে ১০ টাকা ৫০ পয়সা এবং খুচরায় সর্বোচ্চ ১২ টাকা নির্ধারণ করে দিয়েছে।

সরেজমিনে উপজেলা সাপ্তাহিক বদলগাছী হাটে গিয়ে দেখা যায়, খুচরা বিক্রেতারা আলু, পেঁয়াজের দোকান সাজিয়ে রেখেছেন। তারা দেশি পেঁয়াজ ৮০ টাকা কেজি ও হাইব্রিড ৭০ টাকা দরে বিক্রি করছেন। অপরদিকে দেশী আলু ৫০ টাকা, কার্ডিনাল আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

মাসুদ, মান্নানসহ একাধিক খুচরা বিক্রেতা বলেন, আমরা সরকারের বেঁধে দেয়া পাইকারী দামে আলু, পেঁয়াজ কিনতে পারছি না। পাইকারী বেশি বেশি দামে পণ্য কিনছি তাই বাজারে বেশি দামেই বিক্রি করছি। তারা বলেন, খুচরা বিক্রেতাদের না ধরে যারা পাইকারী বিক্রি করে তাদের প্রতি নজরদারী দিলেই আলু-পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে।

সবজুল নামে এক বিক্রেতা বলেন, সরকার খুচরা বিক্রির জন্য যে দাম নির্ধারণ করছে তার থেকেও বেশি দামে পাইকারী কিনতে হচ্ছে তাহলে আমরা বিক্রি করবো কত? তাই যা ক্রয় করছি তার থেকে ৪ থেকে ৫ টাকা লাভ রেখে আলু-পেঁয়াজ বিক্রি করছি।

বদলগাছী হাটে আসা নয়ন বলেন, সপ্তাহের হাট বারেই আমি বাজার করি। বদলগাছীর হাটে আলু ৫০, পেঁয়াজ ৮০টাকা দরে কিনলাম। ক্রেতাদের অভিযোগ উপজেলা প্রশাসন বাজার মনিটরিং না করায় পাইকারি বাজারে সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে বেশী দামে আলু-পেঁয়াজ বিক্রি হচ্ছে।

এ বিষয়ে বদলগাছীর ইউএনও মোছা. আলপনা ইয়াসমিন বলেন, আমরা মনিটরিং করছি। সপ্তাহের হাটের দিনগুলোতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিয়ে অভিযান চালানো হবে।

(ঢাকাটাইমস/০৩ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
মির্জাপুরে উদ্ধার হওয়া গরু ফিরিয়ে দিতে ৫০ হাজার টাকা চাইলেন এসআই
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: তাদের বিরুদ্ধে এত অভিযোগ, তবুও বহাল...
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা