বৃষ্টিতে রাজধানীজুড়ে ভোগান্তি, পরিবহন সংকট, শুক্রবারও থাকার আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৩, ২২:৩১

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার ঢাকায়ও দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। দেশের বিভিন্ন স্থানের মতো ঢাকায় থেমে থেমে বৃষ্টি চলবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

টানা বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছে নগরবাসী। স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হয়। বিকালে অফিস শেষে ঘরমুখী মানুষের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। গণপরিবহন সংকট ছিল চরম। গন্তব্যে যেতে যাত্রীদের গুনতে হয়েছে বাড়তি টাকা।

গত রাতেও ঢাকায় বৃষ্টি হয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি না থাকলেও ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। রোদের দেখা মেলেনি। দুপুর থেকে শুরু হয় বৃষ্টি। বিরতি দিয়ে রাত ১০টার পরেও চলছিল বৃষ্টি। তাই বাইরে কাজকর্মে যারা বেরিয়েছিলেন তারা পড়েন বিপত্তিতে। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র হয় যানজট। কোথাও কোথাও সড়ক জলমগ্ন হয়ে পড়ে।

বৃষ্টি দুপুর পেরিয়ে বিকাল পর্যন্ত গড়ালে অনেকেই কর্মস্থলে আটকা পড়েন। নিরূপায় কেউ কেউ ভিজেই বাড়ির পথ ধরেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদদের দেওয়া তথ্যানুযায়ী, শুক্রবারও ঢাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। শনিবার থেকে সারাদেশেই বৃষ্টি কমতে শুরু করতে পারে।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

হাওরে ৮০ শতাংশ পরিপক্ব হলে ধান কাটার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের

বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

বেইজিং পৌঁছে চীনা নগর-পল্লী মন্ত্রীর সঙ্গে এলজিআরডি মন্ত্রীর বৈঠক

শহীদ শেখ জামাল ছিলেন কৃতী খেলোয়াড় ও দক্ষ সংগঠক: ক্রীড়ামন্ত্রী

উপজেলা নির্বাচন: সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ

ভরিতে ৩১৫ টাকা কমলো সোনার দাম

বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ আবারও পাকিস্তানি কায়দায় ধর্মভিত্তিক রাষ্ট্র হয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

ব্যক্তিগত তথ্য সুরক্ষার আইন যেন তথ্য নিয়ন্ত্রণের জায়গা না হয়: টিআইবি

গাছ রক্ষায় মালি নিয়োগ দেবে ডিএনসিসি: মেয়র আতিক

আজ দেশের উদ্দেশে যাত্রা করবে এমভি আব্দুল্লাহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :