মেয়ের বাবা হলেন নেইমার জুনিয়র

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৩, ১০:০৬
অ- অ+

পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দেন ব্রাজিলের তরকা ফুটবলার নেইমার। কিন্তু আল-হিলালের হয়ে মাঠে নামলেও গোলের দেখা পাচ্ছিলেন না তিনি। এরপর সর্বশেষ ম্যাচে তার গোলে জয় পেয়েছে আল-হিলাল। এরই মাঝে এই তারকা ফরোয়ার্ড দারুণ এক সুসংবাদ দিয়েছেন। কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।

শনিবার (৭ অক্টোবর) এক্সে নিজেই এ খবর জানিয়েছেন তিনি। এক্সে নেইমার লিখেছেন, ‘জীবন পূর্ণ করার জন্য আমাদের মাভি চলে এসেছে। স্বাগতম, কন্যা। তুমি ইতোমধ্যে আমাদের কাছে খুব প্রিয়। আমাদের কোল আলোকিত করার জন্য ধন্যবাদ।’

এরপর তার ক্লাব আল হিলালও নিজেদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে (এক্স— সাবেক টুইটার) নেইমারকে অভিনন্দন জানিয়েছে।

২০২১ সাল থেকে ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে প্রেম শুরু হয় ব্রাজিল তারকার। বিষয়টি জানাজানি হয় ২০২২ সালের জানুয়ারিতে। ওই বছরের আগস্টে তাদের আলাদা হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। তবে নেইমারের ৩১তম জন্মদিনে আবারও মিলে যাওয়ার খবর পাওয়া যায়। এরপরই বিয়ানকার্দি সন্তান সম্ভবা বলে জানা যায়।

নেইমারের ১২ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। তার নাম ডেভি লুকা। ২০১১ সালের আগস্টে তার জন্ম হয়। লুকার মা নেইমারের সাবেক প্রেমিকা ক্যারোলিন দান্তেস।

ঢাকাটাইমস/০৭অক্টোবর/এনবিডব্লিউ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয়ে এক ঘণ্টা কর্মবিরতি পালিত, কর্মসূচি চলবে
অবশেষে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের সতর্কতায় ৩ নম্বর স্থানীয় সংকেত
শারীরিক শক্তি ও প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে লাল মাংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা