শাহজালাল ও কক্সবাজার বিমানবন্দর হবে আন্তর্জাতিক এভিয়েশন হাব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৪:০০ | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৩, ১৩:১৮

প্রাচীন যুগ থেকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দর হবে আন্তর্জাতিক এভিয়েশন হাব। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে আন্তর্জাতিক এয়ার রুটের মাঝে।

শনিবার দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃষ্টিনন্দন থার্ড টার্মিনালের সফট ওপেনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে নবনির্মিত এই টার্মিনালে প্রবেশ করেন সরকারপ্রধান। এসময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান একদল শিশু শিল্পী। এরপর পুরো টার্মিনালটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

চেক ইন কাউন্টার থেকে প্রধানমন্ত্রীকে একটি নমুনা বোর্ডিং পাস দেওয়া হয়। এরপর তিনি বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টার, সিকিউরিটি গেট, মুভিং ওয়াকওয়ে (স্ট্রেট এসকেলেটর) পরিদর্শন করেন। ১০টা ৩৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট হন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের বিমানবন্দর আরও আধুনিক এবং সুযোগ সুবিধা সৃষ্টি হয় সেই পদক্ষেপ নিচ্ছি। বাংলাদেশের অনেক লোক প্রবাসে বসবাস করে, কাজ করে তারা রেমিট্যান্স পাঠায় এবং তারাও যাতায়াত করে।’

‘এছাড়া বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ভারত মহাসাগর, ওপর দিকে প্রশান্ত মহাসাগর, সেইসঙ্গে আমাদের বঙ্গোপসাগর, প্রচীন যুগ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা হচ্ছে আন্তর্জাতিক এয়ার রুটের মাঝে।’

বাংলাদেশকে সেভাবে উন্নত করা গেলে দেশটাকে প্রাচ্যের প্রাশ্চত্য হিসেবে গড়ে উঠবে জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘সেই দিকটা লক্ষ্য রেখে কক্সবাজার বিমানবন্দরককে আধুনিকভাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। পাশাপাশি অন্যান্য বিমানবন্দরগুলোও আমরা উন্মুক্ত করছি।’

‘আমাদের লক্ষ্য হচ্ছে এক জেলা থেকে যেন অন্য জেলা বিমান দিয়ে যাতায়াত করতে পারে। সেই পদক্ষেপ আমরা নিচ্ছি। ইতোমধ্যে সিলেট থেকে কক্সবাজার বিমানবন্দরে যাওয়া যায়। অন্যান্য বিমানবন্দরেগুলো দিয়েও যেন এভাবে যাতায়াত করা যায় সেই লক্ষ্য রেখে কাজ করা হচ্ছে। আন্তঃজেলা বিমান সংযোগ করার পরিকল্পনা রয়েছে।’

এদেশের মানুষকে সব দিয়েছি

২৯ বছর যারা ক্ষতমায় ছিল তারা দেশের মানুষকে কিছু দিতে পারেনি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এ দেশের মানুষকে সব দিয়েছি। দেশের মানুষকে যা দিয়েছে শুধু আওয়ামী লীগই। এদশের মানুষের একটা আত্মমর্যাদাবোধ তৈরি করে দিয়েছি আমরা। বিশ্বের বুকে মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছি।’

‘১৯৯৬ সালে ক্ষমতায় এসে দেখলাম বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ নেই, পার্কিং নেই। কিছুই ছিল না। আমরা সরকারে এসেই বিমানবন্দরের উন্নয়নের উদ্যোগ নিই। চট্টগ্রাম এবং সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরও আমরা নির্মাণ করি। একইসঙ্গে শাহজালাল বিমানবন্দরের উন্নয়নের প্রকল্প গ্রহণ করি।’

‘১৯৯৬ থেকে ২০০১ সাল এ সময়টাই বিমানবন্দরের উন্নয়নের যাত্রা শুরু হয়। আমি সবাইকে অনুরোধ করব, যদি পারেন তাহলে ৯৬ সালে পূর্ব পর্যন্ত কী উন্নয়ন ছিল সেটা একটু দেখবেন।’

এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তার সরকার কাহ করছে জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে আজ সারাবিশ্ব চিন্তিত। সেদিকে লক্ষ্য রেখে আমরা ডেল্টা প্ল্যান ২১০০ করেছি।’

‘২০২১ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশের মর্যাদা পেয়েছি। ২০২৬ সালে উন্নয়নশীল দেশের যাত্রা শুরু হবে। ২০৪১ সালের বাংলাদেশ কেমন হবে, সেই পরিকল্পনা নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, বেসামরিক বিমান কর্তৃপক্ষ চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্সাল এম মফিদুর রহমানসহ বেবিচক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/জেএ/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

মাতৃমৃত্যু রোধে বাংলাদেশ ‘অভাবনীয়’ উন্নতি করেছে: ইউএনএফপিএ

উদ্ভাবনে উপকৃত হবেন কৃষকরা, উৎপাদন বাড়বে ফসলের: কৃষিমন্ত্রী 

সম্পর্ক আরও সুদৃঢ় করতে লু’র সঙ্গে আলোচনা হয়েছে: পরিবেশমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: লু

সারাদেশে ‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি কার্যকরের নির্দেশ

প্রবাসীদের এনআইডি কার্যক্রম দেখতে যুক্তরাজ্য যাচ্ছেন ইসি আলমগীর

নারীদের পরিবর্তনের মূল চালিকাশক্তি হিসেবে তৈরি করতে হবে: প্রধানমন্ত্রী 

অভিশপ্ত মে মাস, আয়লা-আমফানের পর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’! 

আরসার আস্তানায় গোলাবারুদ জব্দ: ঘটনাস্থলে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ১৮০ পুলিশ সদস্য

এই বিভাগের সব খবর

শিরোনাম :