মাদারীপুরে চালক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৩, ২০:০৯
অ- অ+

মাদারীপুরে ভাড়ায় মোটরসাইকেল চালক হত্যা মামলায় দুজন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লাতুল ফেরদাউস এই রায় দেন।

এসময় আদালতে দণ্ডপ্রাপ্তরা আসামিরা পলাতক ছিলেন। রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তোষপ্রকার করে দ্রত রায় বাস্তবায়নের দাবি করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা গ্রামের আউয়ালী বেপারীর ছেলে সজিব বেপারী (২৭) ও একই গ্রামের আব্দুল খানের ছেলে মিঠুন খান (৩১)।

মামলার বিবরণে জানা গেছে, গেল ২০১৪ সালের ৩১ ডিসেম্বর মাদারপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি গ্রামের রবিউল মাতুব্বরের ছেলে বোরহান মাতুব্বর (১৮) জীবিকা নির্বাহের জন্যে ভাড়ায় একটি মোটরসাইকেল নিয়ে বের হয়। এরপরে তাকে আর পাওয়া যায়নি। পরের দিন ১ জানুয়ারি সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। ২ জানুয়ারি বোরহানের মোটরসাইকেলসহ সজীব বেপারী ও মিঠুন খানকে সাতক্ষীরা জেলার তালা থানায় আটক করা হয়। তাদের দেয়া স্বীকারোক্তিতে ২০১৫ সালের ৩ জানুয়ারি মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের কালিকাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে বোরহানের মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই দিনই সজীব বেপারী ও মিঠুন খানকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা বরিউল মাতুব্বর। ওই বছরের ১০ জুলাই তিনকে দোষী করে চার্জসীট দেন সদর থানার এসআই বারেক করিম খান। মামলায় ১৩ জন সাক্ষীর জবানবন্দি শেষে রায় দেয়া হয়। রায়ে সজিব বেপারী ও মিঠুন খানকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে লাভলু গাজী নামে একজনকে খালাস দেয়া হয়। রায়ে নিহতের বাবা ও রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। তবে দণ্ডপ্রাপ্ত দুই আসামি জামিনে এসে পলাতক রয়েছে।

এ ব্যাপারে মাদারীপুর দায়রা ও জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিং বলেন, আসামিরা মাত্র এক লাখ টাকার একটি মোটরসাইকেলের জন্যে একজন গরীব অসহায় পিতার সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। এটা সমাজের জন্যে খুবই খারাপ ও নির্মম ঘটনা। ফলে আমরা রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ দিয়ে রায়টি করা চেষ্টা করেছি। ফলে দুজনকেই ফাঁসির রায় দিয়েছেন আদালত। এতে আমরা খুশি।

মামলার বাদী নিহতের বাবা রবিউল মাতুব্বর বলেন, ‘আমার ছেলেকে যারা নিষ্ঠুরভাবে হত্যা করেছে, তাদের ফাঁসি দেয়ায় আমি আনন্দিত। তবে রায়টি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়, সেদিকে সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করবো।

(ঢাকা টাইমস/০৯অক্টোবর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা