চোরাই পথে কয়লা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৩, ২০:৪৬

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় দিয়ে ভারত থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে মাটি চাপা পড়ে সুমন মিয়া (২২) এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৭টায় উপজেলার লাকমা সীমান্তে ভারতের কয়লা গুহায় এ ঘটনাটি ঘটে। নিহত সুমন মিয়া উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা পশ্চিমপাড়া গ্রামের তাহের মিয়ার ছেলে।

এ ব্যাপারে বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের দ্বায়িত্বপ্রাপ্ত নায়েক সুবেদার আব্দুল হান্নান জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে একটি ছেলে মারা গেছে।

তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :