হাফ সেঞ্চুরি করে ফিরলেন বাবর আজম

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৬:৫৮ | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৩, ১৬:৫১

চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। কিন্তু অর্ধশতক তুলে নেওয়ার পর নিজের ইনিংস আর বেশিদূর নিয়ে যেতে পারলেন না। মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হন হয়েছেন।

সাজঘরে ফেরার আগে ৫৮ বলে ৫০ রান করেন তিনি। তার বিদায়ে ১৫৫ রানে ৩ উইকেট হারাল পাকিস্তান।

পাকিস্তানের হয়ে আজ ওপেনিংয়ে নামেন আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক। শুরু থেকেই এই দুই ওপেনার দেখেশুনে সাবধানে খেলতে থাকেন। ভারতীয় বোলারদের কোনো সুযোগই দিচ্ছিলেন না।

অবশেষে মোহাম্মদ সিরাজ ভাঙেন এই জুটি। মোহাম্মদ সিরাজের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আবদুল্লাহ শফিক। ২০ বলে ২৪ রান করে ফিরে যান তিনি। তার বিদায়ে ৪১ রানে ভাঙে পাকিস্তানের ওপেনিং জুটি।

দলীয় ৪১ রানে শফিকের বিদায়ের পর বাবর আজমকে নিয়ে জুটি বাঁধেন ইমাম। এই দু’জন দেখেশুনেই খেলছিলেন। কিন্তু হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে ৩৮ বলে ৩৬ রান করে ফিরে গেলে ভেঙে যায় এই জুটি। যার ফলে দলীয ৭৩ রানেই দুই উইকেট হারায় পাকিস্তান।

এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে জুটি বাঁধেন বাবর আজম। এর মাঝেই বাবর তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ৫৭ বলে ৫০ রান করেন তিনি। যার মধ্যে রয়েছে ৭টি চারের মার। কিন্তু এরপরেই তিনি ফিরে গেলেন সাজঘরে। ভেঙে গেলো বাবর-রিজওয়ান জুটি।

ভারত আজ একটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে। ভারতের একাদশে ফিরেছেন শুভমান গিল। বাদ পড়েছেন ইশান কিষান। অন্যদিকে পাকিস্তান আগের ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছে।

অতীত পরিসংখ্যানে চোখ রাখলে আজ ব্যাকফুটেই থাকবে পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত দুদলের সাতবারের দেখায় জয়হীন পাকিস্তান। অর্থাৎ ভারত বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত জয়ের ধারা ধরে রেখেছে। ১৯৯২ বিশ্বকাপ থেকে পাকিস্তানকে অপেক্ষা করে যেতে হয়েছে ভারতের বিপক্ষে বৈশ্বিক আসরে জয় তুলে নেয়ার জন্য। কিন্তু দলটি এখন পর্যন্ত সফল হয়নি।

এদিকে ভারত-পাকিস্তান এখন পর্যন্ত নিজেদের মধ্যে ১৩৪টি ওয়ানডে ম্যাচ খেলেছে। যেখানে ভারতের ৫৬ জয়ের বিপরীতে পাকিস্তানের রয়েছে ৭৩ জয়। আর ৫টি ম্যাচে কোনো ফল আসেনি। এই হিসাবে বাবরের দল কিছুটা এগিয়েই থাকে। কিন্তু সবশেষ ৫ দেখায় ভারতের জয় রয়েছে ৪টি ম্যাচে এবং পাকিস্তান জিতেছে মাত্র ১টিতে।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, যাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :