ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগে আ.লীগ নেতা আটক

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৩, ২৩:৪২

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে আটক তিন মাছ ব্যবসয়ীকে ছিনতাইয়ের অভিযোগে মো. হুমায়ুন কবীর নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকাল ৫টায় উপজেলার কালিশুরী ইউনিয়নের কুমারখালি মাছ বাজারে এ ঘটনা ঘটে।

আটক হুমায়ুন কবীর কালিশুরি ইউনিয়নের শিবপুর গ্রামের নবী আলী সরদারের ছেলে এবং ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মো. বশির গাজী জানান, চলমান ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে তারা নিয়মিত মাছ বাজার মনিটরিং করেন। শনিবার কালিশুরির কুমারখালী মাছ বাজারে গিয়ে দেখতে পান তিন মাছ ব্যবসায়ী ইলিশ ও সামুদ্রিক মাছ বিক্রি করছেন। তাদেরকে মাছসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার আওতায় আনা হয়। এ সময় আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে আসামিদের সরিয়ে দেন। এরপরই ঘটনায় অভিযুক্ত ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। তবে অভিযুক্ত মাছ ব্যবসায়ীদের আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুময়ান কবীরকে থানা হেফাজতে রেখে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাইমস/১৪ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :