যাত্রীবেশে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা, গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৩, ১৭:০০| আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৭:০৩
অ- অ+

গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবেশে চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে দেলোয়ার হোসেন (৬০) নামে ছিনতাইকারী গণপিটুনিতে নিহত হয়েছে।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফায়েজুর রহমান পিপিএম।

এর আগে শনিবার দিবাগত রাত আনুমানিক ৮টায় উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকার থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দেলোয়ার গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি একজন পেশাদার ছিনতাইকারী ও চোর। তার বিরুদ্ধে গাজীপুর জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন থানায় দশটি মামলা রয়েছে।

অন্যদিকে, নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো অচেতন অটোরিকশা চালক নয়ন উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের হাশেমের ছেলে।

ওসি জানান, শনিবার বিকালে যাত্রীবেশে ছিনতাইকারী দেলোয়ার তার এক সহযোগীকে নিয়ে পানজোরা থেকে নয়নের ব্যাটারি চালিত অটোরিকশায় চড়ে বসেন। একপর্যায়ে তারা অটোরিকশা চালক নয়নকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে কালীগঞ্জ-টঙ্গী সড়কের দড়িপাড়া এলাকায় সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় দেলোয়ারকে আটক করতে পারলেও তার অপর সহযোগী কৌশলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর খবর পেয়ে নয়নের এলাকার লোকজন দড়িপাড়া এলাকায় যায়। ওই সময় উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে দেলোয়ারের উপর চড়াও হয়ে তাকে গণপিটুনি দিয়ে পানজোড়া এলাকায় নিয়ে যায়। একপর্যায়ে গণপিটুনিতে আহত দেলোয়ার অচেতন হয়ে পড়লে তাকে পানজোরা এলাকায় সড়কের পাশে ফেলে চলে যায়।

ওসি আরো জানান, খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ শনিবার আনুমানিক রাত ৮টার দিকে দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

(ঢাকা টাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
রক্তমাখা কুড়াল আর গোলাপ নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা