লংগদুতে সুফলভোগীদের মিলন মেলা

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৩, ২২:০০

রাঙামাটির লংগদু উপজেলায় পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সামাজিক নিরাপত্তা বেষ্টনি ও আশ্রয়ণ প্রকল্পের সুফলভোগীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাংবাদিক আরমান খান ও ভাইবোন ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মান্টি চাকমার যৌথ সঞ্চালনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল হিমেল মিয়া পিএসসি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, শেখ হাসিনা সরকারের প্রধান উদ্দেশ্যে হলো সাধারণ মানুষের মঙ্গল করা, যাতে করে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। সে চিন্তা করেই সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষেই কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

(ঢাকাটাইমস/১৫ অক্টোব/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :