সাংবাদিক আমিনুর রহমান তাজ আর নেই

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি সাংবাদিক আমিনুর রহমান তাজ আর নেই।
সোমবার সকাল সোয়া ১০টায় ঢাকার মালিবাগের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)।
তার ছোট ভাই মিজানুর রহমান মিরাজ ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিরাজ জানান, এক সপ্তাহ আগে আমিনুর রহমান তাজ হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে মিরপুর হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখান থেকে দারুসসালাম হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে কয়েকদিন আগে তাকে বাসায় আনা হয়। আজ সকালে তার মৃত্যু হয়।
আমিনুর রহমান তাজের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গণমাধ্যম অঙ্গনে।
(ঢাকাটাইমস/১৬অক্টোবর/আরআর/এফএ)

মন্তব্য করুন