সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে গ্যাস বিস্ফোরণে আরও দুজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৩, ২০:২৮
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তারা হলেন- সাইফুল ইসলাম (৩০) ও শরিফুল ইসলাম (৩২)। সাইফুলের শরীর ৬০ শতাংশ ও শরিফুলের শরীর ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ নিয়ে একই ঘটনায় তিনজনের মৃত্যু হলো। একই ঘটনায় আরও দুজন চিকিসাধীন রয়েছেন। গত সোমবার বিকালে দগ্ধ মোজাম্মেল হক (৩০) মারা যান। তার শরীর ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, শনিবার (১৪ অক্টোবর) ভোরে গোদনাইলের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলে গ্যাসের বিস্ফোরণের ঘটনায় সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, মোজাম্মেল হক, মো. জাকারিয়া ও শরিফুল ইসলাম নামে পাঁচ শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজন মারা যান। বাকি দুজন এখনো চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে জাকারিয়ার শরীর ৩৫ শতাংশ ও ইকবালের শরীর ৩০ শতাংশ পুড়ে গিয়েছে।

(ঢাকা টাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মশা মারার যন্ত্র বানিয়ে তাক লাগালেন বাংলাদেশের প্রতিষ্ঠান থিংক ল্যাবস
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা