মাদারীপুরে অর্থ আত্মসাৎ মামলায় ভাইস চেয়ারম্যানের দেড় কোটি টাকার সিগারেট জব্দ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৩, ০৮:১৯
অ- অ+
বুধবার রাত ৮টার দিকে সিগারেট বোঝাই পিকআপটি জব্দ করা করা হয়।

মাদারীপুরে ব্যবসায়ীদের ২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতের নির্দেশে বনিক সমিতির নেতার দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মোস্তফাপুর থেকে মনিরুল ইসলাম তুষার ভুইয়ার সিগারেট বোঝাই পিকআপটি জব্দ করা হয়। পরে এটিকে সিলগালা করে পুলিশ।

অভিযুক্ত মনিরুল ইসলাম তুষার ভুইয়া মাদারীপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, আদালতের নির্দেশে দেড় কোটি টাকার সিগারেট জব্দ করা হয়েছে। এছাড়া মনিরুল ইসলাম তুষার ভুইয়ার যেকোনো গোডাউনে মালামাল পাওয়া গেলে সেটিও জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ব্যবসায়ীদের দায়েরকৃত মামলায় এই নির্দেশ দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
সংবাদ সম্মেলনে স্ত্রীর দাবি ‘অপচিকিৎসায়’ শামসুদ্দোহা শিমুলের মৃত্যু, বিচার চায় পরিবার
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা