অবশেষে ভারতের ওপেনিং জুটি ভাঙলেন হাসান মাহমুদ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ২২:১৮ | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৩, ২০:০৬

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশর দেওয়া ২৫৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালান দুই ওপেনার রোহিত শর্মা ও শুবমান গিল। অবশেষে এই জুটি ভাঙলেন হাসান মাহমুদ।

ভারতের হয়ে আজ ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা ও শুবমান গিল। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের বোলারদের ওপর চড়াও হতে থাকেন রোহিত শর্মা। তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন শুবমান গিল।

এই জুটিতে ভর করে ভারত আজ দলীয় অর্ধশতক পূর্ণ করে ৯ ওভারে। আর প্রথম পাওয়ার প্লেতে তুলে নেয় ৬৩ রান। মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ চেষ্টা করেও ভাঙতে পারছিলেন না এই জুটি।

অবশেষে ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটি ভাঙলেন হাসান মাহমুদ। ৪০ বলে ৪৮ রান করা রোহিত শর্মা তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে গেলেন সাজঘরে। তার বিদায়ে ৮৮ রানে ভাঙলো বারতের ওপেনিং জুটি।

এরআগে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশর ইনিংস থামে ২৫৬ রানে। এখন জয়ের জন্য ২৫৭ রানের লক্ষে ব্যাট করছে ভারত।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এনডব্লিউবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :