ফরিদপুরে কৃষি উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৩, ১৮:১০
অ- অ+

ফরিদপুর সদর উপজেলায় কানাইপুর ইউসিবি ব্যাংকের সিএসআর প্রকল্প ২০২৩ এর 'ভরসার নতুন জানালা' প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে কানাইপুর স্কুল এন্ড কলেজের হলরুমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)'র সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ প্রশিক্ষণ দেয়া হয়। এতে ৬০ জন কৃষক অংশ নেন।

এতে কৃষিতে সমৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের জন্য এগ্রো সিএসআর প্রকল্প ২০২৩ ভরসার নতুন জানালা প্রকল্পের এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কানাইপুর শাখা প্রধান কে এম আনিসুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী কানাইপুর ইউনিয়নের প্রাণিসম্পদ ও মৎস্যখাতের উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সঞ্জিব কুমার বিশ্বাস, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কানাইপুর শাখার অপারেশন ম্যানেজার মোহাম্মদ আসিফ হোসেন। উক্ত প্রশিক্ষণে সহজ শর্তে কৃষিতে সমৃদ্ধি অর্জনে উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) কানাইপুর শাখা প্রধান ও এফএডিপি কে এম আনিসুর রহমান বলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি প্রথম কৃষি উদ্যোক্তা তৈরি ও প্রণোদনা সৃষ্টি করে প্রান্তিক কৃষকদের কাছে হাজির হয়েছে। কৃষক যাতে খুব সহজেই সহজ শর্তে ঋণ গ্রহণ করে তাদের কাঙ্ক্ষিত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারে সেই চেষ্টায় কাজ করে যাচ্ছে। এজন্য প্রকল্পের নাম দেওয়া হয়েছে ভরসার নতুন জানালা।

তিনি বলেন, প্রান্তিক কৃষকদের মনে ভরসা জাগাতে চাই সেই লক্ষ্য অর্জনে ইউসিবি ব্যাংক কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থীকে কৃষি যন্ত্রপাতি ক্রয় করার জন্য নগদ ১৫ হাজার টাকা এবং ধান, মসুরি ও সরিষার বীজ প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা