হরতালের প্রভাব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে

সাইফুল্লাহ আমান, ঢাকা টাইমস
| আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৩:২৭ | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৩, ১৩:১০

হরতালের প্রভাব পড়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। অন্যান্য দিনের মতো আজ রবিবার নেই প্রাণচাঞ্চল্য। ব্যাংক কর্মীরা চাপবিহীন একটি কার্যদিবস পার করছেন। অন্যান্য কর্মদিবসে ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড় থাকলেও আজ তেমন কোনো চাপ নেই বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এক কর্মকর্তা।

আজ রবিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত গ্রাহকদের আনাগোনা লক্ষ্য করা যায়নি দেশের সবচেয়ে বড় ব্যাংক সোনালীতে। ব্যাংকটির মতিঝিলে প্রধান শাখার নিচতলায় দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন হয়। অন্যান্য কার্যদিবসে গ্রাহকদের যে ভিড় এবং চাপ থাকে তা দেখা যায়নি।

সরজমিনে দেখা যায়, দুই-একজন করে গ্রাহক আসছেন ব্যাংকে। এদের প্রায় সবাই আসছেন পে-অর্ডার বা অফিসিয়াল কাজে। চেক ক্লিয়ারিংয়ের তেমন কোনো গ্রাহক এখনো পাননি বলে জানান শাখায় দায়িত্বরত একজন নারী কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘গত বৃহস্পতিবারের তুলনায় গ্রাহক নেই বললেই চলে। আমাদের ব্যাংকে সাধারণত প্রতিটি দিনই মানুষের ভিড় থাকে। বিশেষত, সপ্তাহের প্রথম ও শেষ কার্যদিবসে প্রচণ্ড চাপ থাকে। আজ অবস্থা ভিন্ন। হরতালের প্রভাব কি না জানি না। তবে আজ অনেকটা রিলাক্স আছি। এছাড়া প্রধান শাখা হওয়ায় অন্যান্য কাজেও মানুষজন আসেন। আজ তেমন কিছুই নেই। কাজের চাপ না থাকায় আজ দ্রুত বের হতে পারব।’

ব্যাংকটির নিরাপত্তায় নিয়োজিত একজন আনসার সদস্যের সঙ্গে কথা হয় ঢাকা টাইমসের। তিনি বলেন, ‘প্রধান শাখার মূল ফটকে আমরা ৮ জনের একটি টিম কাজ করি। অন্যান্য দিনে চাপ থাকে অনেক। লোকজন এলে তাদের সামলাতে আমাদের সতর্ক থাকতে হয়। আজকে লোকজন নেই বললেই চলে। তাই আট জনের জায়গায় চারজন ডিউটি করছি। তবুও আমরা নিশ্চিন্তেই আছি।’

সোনালী ব্যাংকের প্রধান শাখার মূল ফটকের গাড়ি প্রবেশের গেট দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ি ঢোকে। আজ কর্মকর্তাদের গাড়ি ছাড়া অন্যদের গাড়ি নেই বলে জানান এখানকার আনসার সদস্য সাইফুল ইসলাম। তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘প্রত্যেক দিন গাড়ি, রিকশা আর সিএনজি সরাতে খাটতে হয় অনেক। গেটের সামনে রিকশা এসে জাম বাধায়। আজকে গাড়ির চাপ নাই। রিকশাও কম। অফিসারদের গাড়ি ছাড়া গেস্টের গাড়ি এখনো আসে নাই একটাও। তাই ঝামেলা হয় নাই আজকে। হরতালের কারণেই মনে হয় এই অবস্থা। আজকে পাবলিক বাসও রাস্তায় দেখি নাই। এই গেটের সামনে এসেই দাঁড়ায় গাবতলী, মিডলাইন, বিআরটিসি বাস। একটা কি দুইটা আজকে এখনো দেখছি।’

এদিকে একই অবস্থা রূপালী ও অগ্রণী ব্যাংকের। এ ব্যাংক দুটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আজকে গ্রাহক চাপ নেই। অল্প কয়েকজন গ্রাহক আসছেন ব্যাংকে। এদের মধ্যে প্রায় সবাই ডলার কিনতে চাচ্ছেন। তাদেরকে খালি হাতেই ফিরতে হচ্ছে। অন্যান্য দিনের তুলনায় কর্মকর্তারা আজ খোশমেজাজে রয়েছেন। গল্প আর আড্ডাতে কাটছে দিন গ্রাহক চাপ না থাকায়।’

অগ্রণী ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আজ মন্ত্রণালয়ের একটি মিটিং ছিল। তা পরিবর্তন করা হয়েছে। অফিসিয়াল কাজ যা জমে আছে তা আজকে করতে পারছি। আজকে খুব বেশি কাজ নেই। আগের দিনের জমানো কাজগুলোই করছি।’

মতিঝিল এলাকায় অবস্থিত মেটলাইফ আলিকো বিমা কোম্পানির অফিসে প্রতিদিন কর্মতৎপরতা লক্ষ্য করা যায়। আজ তেমন কোনো গ্রাহকের উপস্থিতি চোখে পড়েনি। এখানকার নিরাপত্তা রক্ষীরা আজ বেশ তৎপর। যারা আসছেন কার্যালয়ে তাদের চেক করে এবং জিজ্ঞাসাবাদ করে ঢুকতে দিচ্ছেন নিরাপত্তায় নিয়োজিতরা। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।’

জীবন বিমা কর্পোরেশন অফিসেও আজ একই চিত্র লক্ষ্য করা গেছে। এছাড়া মতিঝিলে অবস্থিত ডাচ-বাংলা, এনসিসি, এনআরবিসি, সোশ্যাল ইসলামী, সাউথইস্ট ও সিটিজেন ব্যাংকের প্রধান শাখায়ও গ্রাহক একেবারেই কম বলে জানান এসব ব্যাংকে কর্মরত কর্মকর্তারা। ইসলামী ব্যাংকের প্রধান শাখায় কিছু গ্রাহকের উপস্থিতি দেখা গেছে। তারা মূলত আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা যায়।

এদিকে মতিঝিলে অবস্থিত বেশ কয়েকটি শেয়ার বেচাকেনার প্রতিষ্ঠান সিকিউরিটিজ হাউসগুলোতেও লোকসংখ্যা কম দেখা গেছে। ডব্লিউডব্লিউ টাওয়ারে অবস্থিত এবি সিকিউরিটিজে আজ গ্রাহক সংকট চলছে বলে জানান এখানকার দায়িত্বরতরা। শেয়ার বিজনেস করা অনেক লোকই সপ্তাহের প্রথম কার্যদিবসে আসেন। তাদের নাস্তার ব্যবস্থাও করেন এখানকার কর্তৃপক্ষ। আজ লোকজন না থাকায় নাস্তাও বিতরণ করা হয়নি বলে জানান তারা। মডার্ন সিকিউরিটিজ, লঙ্কাবাংলা সিকিউরিটিজেও একই চিত্র দেখা যায়।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

সোনালী ব্যাংকের শুদ্ধাচার বাস্তবায়ন সংক্রান্ত নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত

সেবা প্রত্যাশী টার্গেট গ্রুপের সঙ্গে বিএইচবিএফসি’র মতবিনিময় সভা

টেকসই অনুশীলনের মাধ্যমে প্রবৃদ্ধির হটস্পট হিসেবে আবির্ভূত হচ্ছে দেশ: শিল্পমন্ত্রী

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন‌্য নতুন প্রডাক্ট চালু করেছে জনতা ক্যাপিটাল

গ্রামীণফোন এবং টিভিএস অটো বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক

এসবিএসি ব্যাংকের ১১তম বর্ষপূর্তিতে স্মার্ট ব্যাংকিং সার্ভিস উদ্বোধন

এনআরবি ব্যাংক এবং এ এম জেড হাসপাতালের মধ্যে চুক্তি 

সোশ্যাল ইসলামী ব্যাংকের ফুটবল টিমের জার্সি উন্মোচন

বে গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি শামসুর রহমান মারা গেছেন

এই বিভাগের সব খবর

শিরোনাম :