এবার নতুন লক্ষ্যের কথা জানালেন সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৩, ২৩:১৪

চলতি বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। যার ফলে টাইগারদের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে। তবে বিশ্বকাপে এখনও বাংলাদেশের তিনটি ম্যাচ বাকি আছে। যার একটিতে কাল পাকিস্তানের মুখোমুখি হবে টিম বাংলাদেশ।

পাকিস্তান ম্যাচের আগে নতুন লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার (৩০ অক্টোবর) সংবাদ সম্মেলনে কথা বলেন সাকিব। সেখানে তিনি দলের নতুন লক্ষ্য সম্পর্কে কথা বলেছেন।

সাকিব আল হাসান বলেছেন, ‘আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে পারিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি একটা লক্ষ্য। তবে কত ওপরের দিকে শেষ করা যায়, সেটাও আমাদের লক্ষ্য। সেজন্য সামনের তিন ম্যাচে মনোযোগ রাখার চেষ্টা করছি।’

সাকিব আরও বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য আমাদের জিততে হবে। এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ লক্ষ্য আমরা নির্ধারণ করেছি। সেজন্য জেতা ছাড়া কোনো উপায় নেই। আপাতত সেটিই আমাদের লক্ষ্য।’

প্রসঙ্গত, ২০২৫ সালে মাঠে ফিরছে ৫০ ওভারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেছিল। কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে হলে বিশ্বকাপের ১০ দলের মধ্যে অন্তত সেরা আটে থাকতে হবে। সেজন্য আগামী তিন ম্যাচে জয়ের বিকল্প নেই। ঢাকাটাইমস/৩০অক্টোবর/এনবিডব্লিউ

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :