মির্জাপুরে ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ৪ নেতা গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৩, ১৯:৩৩
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ বিএনপির চার নেতাকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা জীবন ও গোড়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়া।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের গাড়াইল এলাকায় সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাস ভবন থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা জীবন ও গোড়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সোমবার রাতে বানাইল এলাকা থেকে চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, উপজেলার সাটিয়াচড়া এলাকায় গত শনিবার রাতে গ্রেপ্তারকৃতরাসহ বিএনপির নেতাকর্মীরা ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

(ঢাকা টাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
১১৫ শতাংশ শুল্ক কমাতে সম্মত চীন ও যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-নেপাল-ভুটান-সেভেন সিস্টার্সের মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশলের আহ্বান প্রধান উপদেষ্টার
ডিগ্রির মর্যাদা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নার্সেস দিবস বয়কট, বিক্ষোভ ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা