মাদারীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৩, ২০:৫৪
অ- অ+

মাদারীপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এমসয় ইজিবাইকে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৭টার দিকে মাদারীপুর সদর উপজেলার মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের মটের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় ট্রাকসহ চালককে হাত-নাতে স্থানীয়রা ধরে পুলিশের কাছে সোপর্দ করে।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলা খোয়াজপুর ইউনিয়নের চর খোয়াজপুর এলাকার মহাদেব দেবনাথ (৬৫) ও তার ছেলে মিঠুন দেবনাথ (১৬)।

আহতরা হলেন- আবুল হাওলাদার (৩৭) ও আলাওল ফকির (৩২) ও শফিক (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৭টার দিকে সদর উপজেলার কোর্টের মোড় থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকার যাচ্ছিলেন। এসময় ইজিবাইকটি মঠেরবাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা মহাদেব দেবনাথ ও তার ছেলে মিঠুন দেবনাথ চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় ইজিবাইকে থাকা আরও তিনজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে হাত-নাতে আটক করে। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকা টাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা