দিনাজপুরে চলাচলের রাস্তায় বেড়া, বিপাকে ৪৯ পরিবার

দিনাজপুরের চিরিরবন্দরে সাধারণ মানুষের চলাচলের রাস্তায় বেড়া দেওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছে ৪৯টি পরিবার। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে প্রায় দেড়শতাধিক এলাকাবাসীর স্বাক্ষরিত একটি অভিযোগপত্র চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করা হয়েছে।
এছাড়াও ভুক্তভোগী অসহায় পরিবারগুলো বিক্ষোভ ও মানববন্ধন করেছে। এনিয়ে উত্তেজনা বিরাজ করছে এলাকায়।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৮নং সাইতাড়া ইউনিয়নের পশ্চিম সাইতাড়া গ্রামের দবিরের বাজার সংলগ্ন দরবেশ পাড়ায় চলাচলের রাস্তার মাঝখান দিয়ে বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার কিনামদ্দীন ও তার ছেলে মাদরাসা শিক্ষক আকতার হোসেনের বিরুদ্ধে।
এ বিষয়ে প্রতিবেশী দবিরুল ইসলাম বলেন, প্রায় ৫০ বছর ধরে এলাকার লোকজন এ রাস্তা দিয়ে চলাচল করছেন। হঠাৎ দেখি কিনামদ্দীন ও তার ছেলে রাস্তার মাঝে বেড়া দিয়েছেন। এটা অমানবিক কাজ।
একই এলাকার মসজিদের ইমাম আলতাফ হোসেন বলেন, মানুষের চলাচল করা রাস্তাটি বন্ধ করে দেয়ায় অনেক সমস্যার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ৮ নং সাইতাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ কুমার রায় বলেন, রাস্তা বন্ধের বিষয়টি জানার পর ইউপি সদস্য রাবিন্দ্র নাথসহ গ্রাম পুলিশকে সেখানে পাঠাই। কিন্তু কিনামদ্দীন ও তার ছেলে আকতার হোসেন বিষয়টি আমলে নেয়নি।
অভিযোগের বিষয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার বলেন, রাস্তা সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
মুঠোফোনে আকতার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখন আমার সময় নেই পরে কথা বলব।
(ঢাকাটাইমস/৩১ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন