কুড়িগ্রামে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

কুড়িগ্রামে নাশকতার অভিযোগে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
এর আগে মঙ্গলবার রাতে নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, জেলায় নাশকতার অভিযোগে পুলিশের অভিযানে রাজারহাট বিএনপির দুজন কর্মী, লালমনিরহাটের একজন, রাজিবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম জেলা বিএনপিরসহ সভাপতিসহ বিএনপির পাঁচজন নেতাকর্মী, এবং উলিপুর উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক, রৌমারীতে দুজন ও উলিপুরে একজন জামায়াতের সক্রিয় কর্মীসহ মোট চারজন জামায়াত নেতাকর্মীসহ মোট নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে জানতে কুড়িগ্রাম জেলা বিএনপির একাধিক নেতাকে মুঠোফোনে কল দেওয়া হলেও কেউ ফোন রিসিভ করেনি।
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে কুড়িগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
(ঢাকা টাইমস/০১নভেম্বর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন