সাপের কামড়ে প্রাণ গেল কলেজছাত্রীর

সাতক্ষীরার তালায় সাপের কামড়ে মুশফিকা খাতুন (২০) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।
গত মঙ্গলবার রাত ৩টার দিকে তালা উপজেলার সুজনশাহ বাজার সংলগ্ন ঢ্যামশাখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুশফিকা খাতুন (২০) তালা উপজেলার ঢ্যামসাখোলা গ্রামের লতিথ সরদারের মেয়ে। একই সঙ্গে সে তালা উপজেলার সদরের শহীদ মুক্তিযোদ্ধা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
নিহতের মামা সেলিম মোড়ল জানান, রাতে পড়া শেষ করে ঘুমাতে যায় মুশফিকা। পরবর্তীতে গভীর রাতে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে বৈদ্যুতিক সুইচ চালু করার সময় বাম হাতের আঙুলে সাপ কামড় দেয়।
তালা থানার ওসি মো. মোমিনুল ইসলাম জানান, সাপের কামড়ে মুশফিকা নামে এক কলেজছাত্রী নিহতের ঘটনা ঘটেছে। সে মুক্তিযোদ্ধা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।
(ঢাকাটাইমস/০১ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন