ফিরতে চলেছেন ‘ঢালিউডের সম্রাজ্ঞী’ শাবনূর, তবে…

বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়িকা কে? নিঃসন্দেহে অধিকাংশ সিনেমাপ্রেমীর উত্তরে যে নামটি আসবে, তিনি আর কেউ নন ‘ঢালিউডের সম্রাজ্ঞী’ শাবনূর। চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে, দেশ ছেড়ে, অনেক বছর ধরে তিনি বাস করছেন অস্ট্রেলিয়ায়।
নতুন খবর হলো, শিগগিরই আবার চলচ্চিত্রে ফিরতে চলেছেন লাখো ভক্তের এই প্রিয় নায়িকা। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি থেকে দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা শাবনূর নিজেই জানিয়েছেন। অভিনেত্রীর কথা মতো, এ বছরই তার চলচ্চিত্রে ফেরার ইচ্ছা রয়েছে।
তবে তার আগে নিজের ফিটনেস ঠিক করতে চান বহু সুপারহিট সিনেমার নায়িকা শাবনূর। বহুদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছেন তিনি। অভিনয় থেকে দূরে। ফলে শরীরের দিকে সেভাবে নজর দেননি। এতে স্বাভাবিকভাবেই আগের সেই ফিটনেস নেই তার। মুটিয়ে গিয়েছিলেন নায়িকা।
এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শাবনূর বলেন, ‘অবশ্যই সিনেমায় ফিরতে চাই। ফেরার চেষ্টাও চলছে। তবে সিনেমায় ফিরতে হলে আমাকে ফিট হতে হবে। ওজন কমাতে হবে। একবার ওজন বেড়ে গেলে হঠাৎ করে তা কমানো সম্ভব নয়। এর জন্য সময় প্রয়োজন। তবে চলতি বছরই ফেরার ইচ্ছা আছে।’
শাবনূর যে নিজেকে ফিট করার চেষ্টা চালাচ্ছেন, তা নায়িকার সাম্প্রতিক ছবিগুলো দেখলেই বোঝা যায়। সামাজিক মাধ্যমে প্রায়ই তিনি নিজের ছবি পোস্ট করেন। সেই ছবিগুলো দেখলেই বোঝা যায়, ওজন আগের চেয়ে অনেকটাই কমিয়ে ফেলেছেন প্রয়াত সালমান শাহর ১৪টি সিনেমার এই নায়িকা।
তবে শুধু অভিনয় নয়, সিনেমা নির্মাণের প্রতিও আগ্রহ রয়েছে শাবনূরের। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘এখন বাংলা সিনেমার একটা ভালো সময় যাচ্ছে। এখন অনেকেই নির্মাণে ফিরবে। পরিচালনার ইচ্ছা আমারও অনেক দিনের। শুধু একটু গুছিয়ে নিতে যে সময়টুকু লাগে, সেটাই নিচ্ছি।’
কাজের ক্ষেত্রে শাবনূর সবশেষ ২০১৬ সালে পি এ কাজলের ‘মন যারে চায়’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে কাজটি করেননি। এছাড়া মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘কতদিন দেখিনি তোমায়’ নামে একটি সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছিলেন। করেননি সেটিও।
ব্যক্তিগত জীবনে ২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল করেছিলেন যশোরের মেয়ে শাবনূর। পরের বছরের ২৮ ডিসেম্বর করেন বিয়ে। এরপর থেকেই তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং সেখানকার নাগরিকত্ব লাভ করেন।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর পুত্রসন্তানের মা হন শাবনূর। কিন্তু টেকেনি সংসার। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি অ্যাডভোকেট (তালাকের নোটিশ এবং হলফনামা প্রস্তুতকারী) কাওসার আহমেদের মাধ্যমে স্বামী অনিক মাহমুদকে তালাকের নোটিশ পাঠান শাবনূর।
সেই থেকে ছেলে আইজান নিহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় সিঙ্গেল মাদার হিসেবে থাকছেন এই নায়িকা। যদিও সেখানে শাবনূরের ছোট ভাই তমাল এবং ছোট বোন ঝুমুরও তাদের পরিবার নিয়ে থাকেন। ফলে বিদেশে থেকেও দেশের বাড়ির মতোই কেটে যায় শাবনূরের রাত-দিন। এখন তার ফেরার অপেক্ষা।
(ঢাকা টাইমস/০৬নভেম্বর/এজে)

মন্তব্য করুন