বুধ-বৃহস্পতিবারের অবরোধ সফল করার আহ্বান সমমনা জোটের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৯:০৩ | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৩, ১৮:৫৪

তৃতীয় দফায় ডাকা বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা জাতীয়তাবাদী সমমনা জোট।

সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আহ্বান জানান সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পল্টন হয়ে বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত এভাবেই আমাদেরকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দেশরক্ষার এই সংগ্রামের অংশ হিসাবে আগামী বুধ এবং বৃহস্পতিবার পুনরায় জনগণকে রাজপথে থেকে অবরোধকে সফল করতে হবে।

অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস. এম. শাহাদত, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম.এন. শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি—এনডিপি এর চেয়ারম্যান ক্বারী আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, জনতা অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূইয়া ও সাধারণ সম্পাদক রাজা রহমান প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ।

বিএনপির মহাসমাবেশে হামলা, বিএনপি মহাসচিবসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এই অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/জেবি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত : ওবায়দুল কাদের 

শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আকবর খান রনোর মরদেহ

শহীদ মিনারে আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ১১টায়

সাংবাদিক শামছুদ্দীনের মায়ের মৃত্যুতে রওশন এরশাদের শোক

১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

নির্বাচনের পর বিএনপি তাবিজ-দোয়ার দিকে ঝুঁকেছে: হাছান মাহমুদ

আওয়ামী লীগের সঙ্গে লুটেরা আর ভারত ছাড়া কেউ নেই: রিজভী

বাইডেনের চিঠির ফলোআপ করতে আসছেন ডোনাল্ড লু: ওবায়দুল কাদের

বন বিভাগের ৪ লাখ গাছ কাটার সিদ্ধান্তে জিএম কাদেরের উদ্বেগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :