বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য হাতে নিয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে ভারত

দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আজ শেষ হচ্ছে রাউন্ড রবিন লিগ পর্ব। শেষ ম্যাচে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। এই ম্যাচে ভারতের জয়ের ওপর নির্ভর করছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলা। গোটা বাংলাদেশ আজ তাই সাপোর্ট করবে ভারতকে।
আজকের ম্যাচে ভারত জয় পেলে বাংলাদেশ সুযোগ পাবে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার। কিন্তু অঘটনা ঘটিয়ে ডাচরা ভারতকে হারিয়ে দিলে কিংবা বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ হারাবে টাইগাররা।
বিশ্বকাপের চলতি আসর থেকেই ঠিক হবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির অংশগ্রহণকারী ৮ দল। নিয়মানুযায়ী বিশ্বকাপের পয়েন্ট টেবিলের প্রথম আটটি দল সুযোগ পাবে ২০২৫ সালের এই প্রতিযোগিতায়। সেখানে আয়োজক দেশ হিসেবে পাকিস্তান অটোমেটিক চয়েজ। তারা ছাড়া বাকি সাতটি দল ঠিক হবে বিশ্বকাপ থেকে। ইতোমধ্যে সাতটি দল চূড়ান্ত হয়েছে। বাকি রয়েছে একটি দল। যার জন্য লড়াই চলছে তিনটি দলের মধ্যে। তারা হলো- শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেদারল্যান্ডস।
গতকাল বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারলেও চ্যাম্পিয়নস ট্রফি খেলার রেসে টিকে ছিল। কেননা তারা তখন পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছিল। কিন্তু দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড জয় তুলে নেয়ায় বাংলাদেশকে টপকে শীর্ষ সাতে চলে যায় তারা। বাংলাদেশ নেমে আসে টেবিলের আটে। তবে এই স্থানে থেকেও চ্যাম্পিয়নস ট্রফি খেলার সুযোগ আছে বাংলাদেশের। সেজন্য আজ হারতে হবে নেদারল্যান্ডসকে। চলতি আসরে একমাত্র অপরাজিত দল ভারত। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রোহিত শর্মার দল। তাই লিগের শেষ ম্যাচটা ভারতের জন্য শুধুই আনুষ্ঠানিকতার। তবুও এ ম্যাচে জয়ের আশা স্বাগতিকদের।
অন্যদিকে ডাচরাও কম নয়। তারা দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে হারের স্বাদ দিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরের অবস্থানটা তাদের। তাই ডাচরা যে একেবারে ছেড়ে কথা বলবে তাও নয়।
(ঢাকাটাইমস/১২নভেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন