বিয়ের ১১ দিনে বিচ্ছেদ: দুধ দিয়ে গোসল করে শপথ নিলেন তরুণ

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৩, ১৬:৪৪
অ- অ+

দীর্ঘ তিন বছর ধরে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ২১ বছরের ইশান মাহমুদ শ্রাবন। নিজেরা আদালতের মাধ্যমে বিয়েও করেছিলেন। ছেলের পরিবার আর্থিকভাবে দুর্বল। তাইতো বিয়ের মাত্র ১১ দিনেই ডিভোর্স! প্রেম এবং বিয়েতে ব্যর্থ হয়ে তরুণ এবার সিদ্ধান্ত নিয়েছেন জীবনে আর কখনোই বিয়ে করবেন না। সেজন্য এক মণ দুধ দিয়ে গোসল করে প্রেমে জড়ানো এবং বিয়ে না করার শপথ নিয়েছেন তিনি। রবিবার রাতে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের পরগলি গ্রামে।

জানা যায়, ২১ বছর বয়সী ইশান সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। ছোটবেলা থেকে নানার বাড়ি মেলান্দহের পরগলি গ্রামে থেকে লেখাপড়া করতেন।

ইশানের পরিবার ও বন্ধুরা জানান, এসএসসি পাস করে মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে ফিরে আসেন তিনি। সেখানে নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজে ভর্তি হন। এই সময় স্থানীয় এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন বছর প্রেমের পর গত ২৯ অক্টোবর জামালপুর ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বিয়ে করেন তারা।

বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর ইশানের বাড়ি আসে মেয়ের পরিবার। কিন্তু তাদের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে গত ৮ নভেম্বর ইশানকে ডিভোর্স দেয় তার স্ত্রী।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন ইশান। এরই জেরে তাকে আবারো পরগলি গ্রামে নানা বাড়িতে পাঠিয়ে দেয় পরিবার। সেখানেই শুক্রবার বিকালে এক মণ দুধ দিয়ে গোসল করে প্রেমে না জড়ানো এবং বিয়ে না করার শপথ নেন তিনি।

ইশান মাহমুদ বলেন, বিয়ের মাত্র ১১ দিন পর তাকে ডিভোর্স দিয়েছে। এই স্মৃতি নিয়ে সারাজীবন কাটিয়ে দিতে চাই। নিজের ভুল শুধরে নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছি জীবনে আর প্রেম এবং বিয়ে করব না। একইসঙ্গে প্রাক্তন স্ত্রীকে ‘ক্ষমা করে’ দিয়ে তার প্রতি কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

(ঢাকা টাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী
পাংশায় আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
শেখ হাসিনা পালানোর আগে স্বজনদেরকে খুদে বার্তা পাঠিয়েছিল: আলাল
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা