উলিপু‌রে ম‌ন্দির ভাঙচু‌রের মামলায় সা‌বেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৩, ২১:৫৫
অ- অ+

কু‌ড়িগ্রামের উলিপু‌রে ম‌ন্দির ভাঙচু‌রের মামলায় নাজমুল ইসলাম (২৭) না‌মে সা‌বেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। মঙ্গলবার সন্ধ‌্যায় উপ‌জেলার সাতদরগা বাজার থে‌কে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাজমুল ইসলাম রামপ্রসাদ গ্রামের মোবা‌শ্বের আলীর ছে‌লে ও সদ‌্য বিলুপ্ত হওয়া থেতরাই ইউনিয়ন ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ছি‌লেন ব‌লে জানা গে‌ছে।

বিষয়‌টি নি‌শ্চিত করে‌ছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) গোলাম মর্তুজা।

ও‌সি জানান, ২০২১ সা‌লের ১৩ অ‌ক্টোবর মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ওয়া‌রেন্টভুক্ত আসা‌মি ছিলেন তিনি। বুধবার আদাল‌তে পাঠা‌নো হ‌বে।

উপ‌জেলা ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আব্দুর র‌হিম মোল্লা ব‌লেন, নাজমুল দীর্ঘ চার বছর ধ‌রে থেতরাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠ‌নিক সম্পাদক হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রে আস‌ছি‌লেন। গত ৫ দিন আগে ওই ইউনিয়ন ক‌মি‌টি বিলুপ্ত ঘোষণা করা হয়। এ বিষ‌য়ে সাংগঠ‌নিক সিদ্ধান্ত নেওয়া হ‌বে।

উল্লেখ‌্য, ২০২১ সা‌লের অ‌ক্টোবর মা‌সে কুমিল্লার একটি পূজা মণ্ডপে পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনার জের ধ‌রে উলিপুরে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ চালা‌নো হয়।

(ঢাকা টাইমস/১৪নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কেউ যেন ভোটের অধিকার কুক্ষিত করার ষড়যন্ত্র করতে না পারে: তারেক রহমান 
আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা