অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করায় ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের শ্রীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের পণ্য তৈরি করার অপরাধে বি বাড়ীয়া দয়াল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার উপজেলার জানাবার এলাকায় কারখানায় অভিযান চালিয়ে বেকারির মালিক ইব্রাহীমকে এই জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন।
সহকারী কমিশনার আল মামুন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বিভিন্ন সময় খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকে। এর ধারাবাহিকতায় উপজেলার জৈনা বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বেকারি মালিক ইব্রাহীমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন