ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সাতক্ষীরা উপকূলে বৃষ্টিপাত অব্যাহত

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে শুক্রবার দুপুরের পর থেকে সাতক্ষীরা উপকূলে মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। নদীগুলোও স্বাভাবিকের চেয়ে উত্তাল রয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় মিধিলির সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি গ্রহণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। উপকূলে সাধারণ মানুষের সচতেন করতে কাজ করছে সিপিপি। মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে করা হচ্ছে মাইকিং।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলি রিপন বলেছেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবেই সাতক্ষীরায় শুক্রবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে ঝড়ো হওয়া বয়ে চলছে। এর প্রভাবে বৃষ্টিপাত আরো বাড়তে পারে বলেও জানান তিনি।
(ঢাকা টাইমস/১৭নভেম্বর/প্রতিনিধি/এসএম)

মন্তব্য করুন