কাজী নজরুলের ‘কারার ঐ লৌহকপাট’ গানের সুর বদলের প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘কারার ঐ লৌহকপাট’-এর সুর বিকৃত করার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভারতীয় সংগীত শিল্পী এআর রহমান এই সুর বিকৃতি করেছেন বলে প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া সংগঠনটির কর্মীরা অভিযোগ করেছেন।
শনিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, "আমরা একাত্তর" সংগঠনের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের স্থানীয় আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ব্রজগোপাল সরকার, সদস্যসচিব মোজাম্মেল হক বাচ্চু, নেত্রকোণা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরানসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি ভারতের ‘পিপ্পাথ চলচ্চিত্রে গানটির সুর বিকৃত করে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়, যা শুধু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি অসম্মানই নয়, বাংলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালি জাতির প্রতি অবজ্ঞা ছাড়া আর কিছুই না। এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এআর)

মন্তব্য করুন