নরমাল ডেলিভারিতে একসঙ্গে ৪ সন্তান প্রসব

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৩, ২২:২১| আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ২২:২৭
অ- অ+

ভোলার চরফ্যাসনে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন তানজিলা বেগম নামের এক গৃহবধূ।

শুক্রবার রাত ১১টার দিকে চরফ্যাসন আধুনিক (প্রাইভেট) হাসপাতালের গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার হোসনে আরার তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে দুই ছেলে ও দুই কন্যা সন্তানের প্রসব করেন গৃহবধূ তানজিলা বেগম। তিনি উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. শাহাবুদ্দিনের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সাড়ে ১০টার দিকে পেইন নিয়ে হাসপাতালে ভর্তি হন তানজিলা বেগম। পরে ৩০ মিনিটের মধ্যে নরমাল ডেলিভারির মাধ্যমে চার সন্তানের জন্ম দেন। বর্তমানে মা সুস্থ রয়েছে। তবে শিশুদের ওজন কম থাকায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চরফ্যাসন আধুনিক হাসপাতালের ম্যানেজার তিতুমীর মিয়াজী জানান, বাচ্চাদের ওজন কম রয়েছে। ভূমিষ্ঠ হওয়ার সময় স্বাভাবিক একটি শিশুর শরীরে যে ওজন থাকার কথা, তা কারো নেই। তাই চারজন শিশুকেই উন্নত চিকিৎসার জন্য তাদের পরিবারকে বলা হয়েছে।

এদিকে ঘর আলো করে চার সন্তান জন্ম নেওয়ায় তাদের স্বজনরা সবাই খুশি।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা