নরমাল ডেলিভারিতে একসঙ্গে ৪ সন্তান প্রসব

ভোলার চরফ্যাসনে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন তানজিলা বেগম নামের এক গৃহবধূ।
শুক্রবার রাত ১১টার দিকে চরফ্যাসন আধুনিক (প্রাইভেট) হাসপাতালের গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার হোসনে আরার তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে দুই ছেলে ও দুই কন্যা সন্তানের প্রসব করেন গৃহবধূ তানজিলা বেগম। তিনি উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. শাহাবুদ্দিনের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সাড়ে ১০টার দিকে পেইন নিয়ে হাসপাতালে ভর্তি হন তানজিলা বেগম। পরে ৩০ মিনিটের মধ্যে নরমাল ডেলিভারির মাধ্যমে চার সন্তানের জন্ম দেন। বর্তমানে মা সুস্থ রয়েছে। তবে শিশুদের ওজন কম থাকায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চরফ্যাসন আধুনিক হাসপাতালের ম্যানেজার তিতুমীর মিয়াজী জানান, বাচ্চাদের ওজন কম রয়েছে। ভূমিষ্ঠ হওয়ার সময় স্বাভাবিক একটি শিশুর শরীরে যে ওজন থাকার কথা, তা কারো নেই। তাই চারজন শিশুকেই উন্নত চিকিৎসার জন্য তাদের পরিবারকে বলা হয়েছে।
এদিকে ঘর আলো করে চার সন্তান জন্ম নেওয়ায় তাদের স্বজনরা সবাই খুশি।
(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এআর)

মন্তব্য করুন