বিশ্বকাপের ফাইনালে ৮১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে ভারত
![](/assets/news_photos/2023/11/19/image-331689.jpg)
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে উড়ন্ত শুরুর পরেও ৮১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে ভারত।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অজি বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন রোহিত শর্মা। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন আগের ম্যাচে ৮০ রান করা শুভমান গিল। এই জুটিতে ভর করে ৪ ওভারেই ৩০ রান তুলে নেয় ভারত। কিন্তু এর পরেই ঘটে ছন্দপতন। ফাইনালে আজ পুরোপুরি ব্যর্থ শুভমান গিল।
গিল আজ ৭ বলে ৪ রান করে মিচেক স্টার্কের বরে মিড অনে অ্যাডাম জাম্পার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ৩০ রানেই ওপেনিং জুটি ভাঙে ভারতের।
গিল ফিরে গেলেও সেমিফাইনালে সেঞ্চুরি করা বিরাট কোহলি ও রোহিত অজি বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন। অবশেষে এই জুটি ভাঙেন গ্লেন ম্যাক্সওয়েল।
৩১ বলে ৪৭ রান করা রোহিত গ্লেন ম্যাক্সওয়েলের বলে ট্রাভিস হেডের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার পথ ধরে ফিরে যান সেমিফাইনালে সেঞ্চুরি তুলে নেওয়া শ্রেয়াস আইয়ারও। প্যাট কামিন্সের শিকার হয়ে ৩ বলে মাত্র ৪ রান করে ফিরে যান তিনি। তার বিদায়ে ৮১ রানে ৩ উইকট হারিয়ে বিপাকে ভারত।
ওয়ানডেতে দুই দল একে অন্যকে মোকাবেলা করেছে ১৫০বার। তাতে অজিদের ৮৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৭টিতে। বাকি ১০ ম্যাচে ফল হয়নি।
আবার এই ৫৭ জয়ের মধ্যে ৩৩ ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে ভারত। প্রতিপক্ষের মাঠে ১৪ ও নিরপেক্ষ ভেন্যুতে ১০ জয় আছে রোহিত শর্মার দলের। অন্যদিকে, অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে জিতেছে ৩৮ ম্যাচ। ভারতের মাটিতে ৩৩ ম্যাচ জয়ের বিপরীতে নিরপেক্ষ ভেন্যুতে জিতেছে ১২ ম্যাচ।
বিশ্বকাপে লড়াইয়ের হিসেব আসলেও এগিয়ে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে পঞ্চাশ ওভারের বিশ্বাকপে ১৩ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। তাতে অস্ট্রেলিয়ার ৮ জয়ের বিপরীতে ভারতের জয় ৫টিতে
ভারত একাদশ
শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ ও কুলদ্বীপ যাদব।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।
(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/এনবিডব্লিউ)
![google news](https://www.dhakatimes24.com/templates/web-v3/images/google-news.png)
মন্তব্য করুন