বাংলাদেশের ‘ইংলিশ’ পরীক্ষা আজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৪, ১১:১১
অ- অ+

আরব আমিরাতে চলছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠের লড়াই। চলমান এই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা। তাই বলাই যায় আজ বাংলাদেশের ইংলিশ পরীক্ষা।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি বাংলাদেশ। শুধুমাত্র বৈশ্বিক মঞ্চে তিনবার ইংলিশদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে তিনবারই হারের তিক্ত স্বাদ পেয়েছে টাইগ্রেসরা। তবে এবার জয় পেতে মরিয়া নিগার সুলতানা জ্যোতির দল।

মাঠে ভালো ক্রিকেট খেলতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করছেন দলের পেসার জাহানারা আলম, ‘ইংল্যান্ড যতই শক্তিশালী দল হোক, নির্দিষ্ট দিনে নিজেদের মেলে ধরতে পারলে ফলাফল বদলে দেওয়া সম্ভব। সবাই ভাবছে ইংল্যান্ড বিশেষ কিছু করবে। কিন্তু নির্দিষ্ট একটা দিন আপনারও দিন। আপনি যদি সেই ম্যাচে ভালো করতে পারেন, তাহলে কেউ জানে না কী ধরনের ফলাফল হতে পারে।’

সেমিফাইনাল খেলার আশা নিয়ে বাংলাদেশ উড়াল দিয়েছে বিশ্বকাপ খেলতে। সেই স্বপ্ন এখনো দেখছে পুরো দল। জাহানারা বেশ আত্মবিশ্বাস নিয়ে বললেন, ‘যেহেতু আমরা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, দুটি ম্যাচ জিতলে হয়তো সেমিফাইনালের কাছাকাছি পৌঁছতে পারব। আমাদের হাতে তিনটা পথ খোলা আছে, আমরা প্রথম সুযোগটা নেব। ইংল্যান্ডের সঙ্গেও যদি আমরা ভালোভাবে উতরে যেতে পারি, তাহলে আমাদের কাজ অনেক সহজ হয়।’

(ঢাকাটাইমস/০৫ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই আন্দোলনে শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার ‎
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা