রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৪, ১৩:৫৬| আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১৪:৩৩
অ- অ+

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি এক উত্তেজনা। লাতিন আমেরিকার এই দুই প্রতিবেশীর প্রতিদ্বন্দ্বিতার প্রভাব কেবল আমাদের দেশেই নয়, পুরো পৃথিবীতেই পড়ে। দুই দলের খেলার সময় দুই ভাগে বিভক্ত হয় সারা বিশ্ব। দেশ দুইটির সমর্থনে বিভক্ত হয় পরিবারের সদস্যরা, বিভক্ত হয় প্রিয়জনরাও।

কোপা আমেরিকা, আন্তর্জাতিক প্রীতিম্যাচ বা বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনার মুখোমুখি লড়াই দেখা গেলেও বিশ্বকাপ মঞ্চে এখন আর দুই দলের সাক্ষাৎ হয় না। সবশেষ কাতার বিশ্বকাপে দুই দলের সমর্থকদের চাওয়া ছিল ফাইনালে মুখোমুখি হোক চিরপ্রতিদ্বন্দ্বিরা। আর্জেন্টিনা শিরোপা জিতলেও ব্রাজিলকে থামকে হয়েছে কোয়ার্টার ফাইনালে।

ছোটোদের ইভেন্টেও একদল ফাইনালে উঠে তো অপর দল ছিটকে যাচ্ছে লিগ পর্ব বা নকআউট পর্ব থেকে। অবশেষে এবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। তাও ফিফার আয়োজিত ২৪ দলের প্রতিযোগিতায়। উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ব্রাজিল ফাইনাল নিশ্চিতের পর আর্জেন্টিনাও টিকিট নিশ্চিত করেছে।

বুধবার (২ অক্টোবর) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইউক্রেনের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচটিতে শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ব্রাজিল ৩-২ গোলে ম্যাচটিতে জয় তুলে নেয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) একই ভেন্যুতে একই ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনাও। এদিন দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ব্রাজিল-আর্জেন্টিনার শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে রবিবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত আটটায়।

ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। এবারও তারা ফাইনাল নিশ্চিত করল।

অপরদিকে ১০ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয় ফাইনালের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার জিততে পারলে ‌‌‘হেক্সা মিশন’ পূর্ণ করবে সেলেসাওরা।

(ঢাকাটাইমস/০৪ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা