বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৪, ১৩:১০
অ- অ+

বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আর সেই দল ঘোষণার পরপরই দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। দলের অন্যতম তারকা নিকোলাস গনসালেস চোটে পড়েছেন। ফলে বাছাইপর্বের ম্যাচ দুটিতে তাকে পাচ্ছে না কোচ লিওনেল স্কালোনি।

চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে জুভেন্টাসের ৩-২ গোলে জেতা ম্যাচের ১০ মিনিটের মধ্যে পায়ে অস্বস্তি বোধ করেন ২৬ বছর বয়সি নিকো গঞ্জালেজ। মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেয়ার পরই তাকে তুলে নেন কোচ মোতা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ক্লাবের দেয়া এক বিবৃতিতে জানা যায়, ডান পায়ের ঊরুতে চোট পেয়েছেন তিনি। যা সারতে একমাসের মতো সময় লাগবে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের প্রতিবেদনে লিখেছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে নিকোলাসের বদলি খেলোয়াড়ের নাম জানাবেন আর্জেন্টিনার বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী কোচ স্কালোনি।

আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা। ১৫ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা ছয়ে, ৯ পয়েন্ট নিয়ে বলিভিয়া আটে আছে।

(ঢাকাটাইমস/০৪ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা