দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়ন ফরম কিনলেন কামরুল হাসান মিন্টু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ পাবনা সদর আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কামরুল হাসান মিন্টু। তিনি পাবনা জেলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
রবিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাবনা জেলার আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ কামরুল হাসান মিন্টু।
এ সময় পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তাজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন, ভাড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পাবনা সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান, আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য আব্দুল আল মামুন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সায়হাম খান, পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শাকিল খান, জহুরুল ইসলাম বকুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন