হরতালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী ২৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে। এরপর পাঁচ দফায় ১১ দিন সারাদেশে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে, যা শেষ হয় গত শুক্রবার ভোরে। এরপর ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সারাদেশে সর্বাত্মক অবরোধ ডাকে বিএনপি।
(ঢাকাটাইমস/২০নভেম্বর/এলএম/এফএ)

মন্তব্য করুন