ফরিদপুরে বিল থেকে নারীর মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৩, ১৫:০১| আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৫:১৯
অ- অ+

ফরিদপুরের ভাঙ্গায উপজেলায় বিল থেকে অজ্ঞাত (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ছিলাধরচর গ্রামের এক বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই মো. সিরাজুল ইসলাম জানান, এলাকাবাসী কচুরি কাটতে গিয়ে মরদেহ দেখে ৯৯৯ খবর দেয়। সংবাদ পেয়ে আমি ওসি মহোদয়সহ ঘটনাস্থলে হাজির হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই মহিলা সোমবার কোনো এক সময় ডোঙ্গা দিয়ে বিল বা মরা নদী পার হচ্ছিলেন। এ সময় তিনি ডোঙ্গা থেকে পড়ে গভীর জলে তলিয়ে যায়। পরে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়ারুল ইসলাম জানান, ওই নারীর পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে সংবাদ দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল রহস্য জানা যাবে।

ভাঙ্গা পৌরসভার স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড কমিশনার আবুল কালাম আজাদ জানান, সকালে মরা বিলে আমার এলাকার রাশেদ নামের এক ভাই কচুরি কাটতে গিয়ে নারীর মরদেহ দেখতে পায়। পরে আমরা পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। তবে তাকে কেউ চিনতে পারছে না। সে পাগল, না অন্য কোনো এলাকার কেউ চিনতে পারছে না।

(ঢাকা টাইমস/২১নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা