রংপুর-৪ আসন: ব্যারিস্টার আনোয়ার হোসেনের মনোনয়নপত্র দাখিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন। তিনি কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বরুয়াহাট শিবু ব্যারিস্টার বাড়ির মরহুম আবু বকর সিদ্দীকের ছেলে।
মঙ্গলবার দুপুরে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, আমি ১৯৯৩ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতোপ্রোভাবে জড়িত। এর আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। তারপর আমি যুবলীগ করেছি। বর্তমানে আমি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য। করোনাকালীন সময়ে আমি আমার নির্বাচনী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে করোনা আক্রান্ত ব্যক্তিসহ বিভিন্ন পেশার মানুষকে নানাভাবে সহযোগিতা করেছি।
তিনি আরও জানান, আমি কোন ব্যক্তির বিরুদ্ধে মননোয়নপত্র তুলিনি। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে এই আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে আমি জনগণের ম্যান্ডেট নিয়ে রংপুর-৪ (কাউনিয়া পীরগাছা) আসনটি উপহার দিতে পারব।
তিনি জানান, আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে ২০০৩ সালে আমার মামা সামছুল ইসলাম সুরুজকে বিএনপির সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হয়েছে। এতকিছুর পরেও আমার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে যায়নি। আমরা যতদিন বেঁচে আছি আওয়ামী লীগের জন্য দেশের জন্য কাজ করে যাবো।
(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন