মাপে কম দেওয়ায় তেলের পাম্পকে জরিমানা

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৩, ২৩:৩৯

ফরিদপুরের সালথায় পরিমাণে তেল কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে একটি পেট্রোল পাম্পকে ৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের সামনে অবস্থিত মেসার্স মনোয়ারা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেন। এ সময় সালথা থানার এসআই পরিমল কুমার বিশ্বাসসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাৎ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স মনোয়ারা ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, পাম্পটিতে প্রতি ৫ লিটারে ১০০ মিলিমিটার তেল কম দিয়ে পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রি করা হচ্ছে। পরে ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে ওই পেট্রোল পাম্পকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :