সাতক্ষীরায় গলায় ফাঁস দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৩, ১৩:৪১| আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৩:৫৭
অ- অ+

সাতক্ষীরায় নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে এক পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইনের ব্যারাকের দোতলায় নিজের কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আত্মহননকারী পুলিশের উপপরিদর্শক মো. আজাহার আলী (৫৯)। তিনি যশোর সদর উপজেলার রামনগর গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে। গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়ে তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদান করেন।

সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক (ডিআইও-১) ইয়াছিন আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি তিনি সাতক্ষীরায় যোগদান করেছেন। এর আগে তিনি সাতক্ষীরাতে চাকরি করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন সেটি নিশ্চিত করতে পারেননি।

(ঢাকা টাইমস/২৩নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা