নরসিংদীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নরসিংদীর শিবপুরে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের (উফশী) আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. সজীবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম- সচিব ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন মোহাম্মদ সাদেক, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম খোরশেদ আলম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম।
উপজেলার ২ হাজর ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে উফশী আউশ ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন