ভৈরবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ঢাকা টাইমস ডেস্ক
প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৩, ১৬:৫১

কিশোরগঞ্জের ভৈরবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দ্বীন ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সে শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মো. ইব্রাহিম মিয়ার ছেলে।
শনিবার দুপুর দেড়টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, দুপুরের দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক মামলার পলাতক আসামি দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন