মানিকগঞ্জ-২ আসনে মমতাজের হ্যাটট্রিক

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ১৮:১০| আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৮:৩৩
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-২ আসন থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন দেশের ফোক গানের ‘সম্রাজ্ঞী’ মমতাজ বেগম।

রবিবার বিকাল চারটায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মানিকগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে মমতাজের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৮টিতে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসন দুটির প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানান ওবায়দুল কাদের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৮ নভেম্বর শনিবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। মমতাজ বেগম মনোনয়ন ফরম সংগ্রহ করেন মঙ্গলবার শেষ দিন, জমাও দেন একইদিনে।

গান গেয়ে সারা দেশে পরিচিতি এবং জনপ্রিয়তা লাভ করা মমতাজ প্রথমে ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন।

এরপর ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে এই গায়িকাকে নৌকার প্রার্থী ঘোষণা করা হয়। সে বার তিনি ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন। ফলে ২০১৮ সালে আবারও তাকে এই আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

সে বারও ভোটে জিতে দলের নেওয়া সিদ্ধান্তের মর্যাদা দেন গায়িকা মমতাজ। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যও তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়ে করে ফেললেন হ্যাটট্রিক।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
আওয়ামী লীগের বিচার ইস্যুতে মঙ্গলবার ট্রাইব্যুনালে যাবে এনডিএম
ইতালিয়ান পার্লামেন্টের একটি কক্ষে ইমিগ্রেশন সমস্যা নিয়ে আলোচনা সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা