মৌলভীবাজারের ২টি আসনে নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ২০:১০| আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ২০:৪১
অ- অ+

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। জেলার চারটি আসনের দুটিতে এসেছে নতুন মুখ। বহুল আলোচিত সমালোচিত বর্তমান এমপি সুলতান মোহাম্মদ মনসুর এবং সাবেক এমপি এম এম শাহীন নৌকায় উঠতে চাইলেও শেষ মুহূর্তে বাদ পড়েছেন।

জানা গেছে, এম এম শাহীন তৃণমূল বিএনপি থেকে প্রার্থী হবেন। তবে সুলতান মোহাম্মদ মনসুর নির্বাচন করবেন কি না তা এখনো জানা যায়নি।

মৌলভীবাজার-৩ আসনে বাদ পড়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান এমপি নেছার আহমেদ। এই আসনে নতুন মুখ ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিল্লুর রহমান।

এছাড়া মৌলভীবাজার-২ আসনে ২০০৮ সাল থেকে নির্বাচন করে আসছিলেন মহাজোট প্রার্থীরা সেই আসনে এইবার প্রার্থী করা হয়েছে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলকে। অবশ্য জেলা অপর দুটি আসনে প্রার্থী অপরিবর্তিত রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা