কাফনের কাপড় পরে লোহাগাড়ায় যুবদলের বিক্ষোভ
বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধের প্রথম দিনে চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে লোহাগাড়া উপজেলা যুবদল।
রবিবার লোহাগাড়া বটতলি মোটর স্টেশনে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুসলিম উদ্দিনের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। সেই সঙ্গে তারা সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতেও নানা স্লোগান দেন।
লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুসলিম উদ্দিন বলেন, মরতেই যেহেতু হবে, সেই মরণ যেন স্মরণীয় হয়ে থাকে। সেই জন্য ফ্যাসিবাদ ও অবৈধ এই সরকারের জুলুম-নির্যাতন, দুঃশাসন থেকে দেশবাসীকে রক্ষায় লোহাগাড়া থেকেই সর্বপ্রথম কাফনের কাপড় পড়ে সরকার পতনের একদফা আন্দোলন শুরু করছি।
(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/ইএইচ)